গফরগাঁওয়ের কিংবদন্তি নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ তিনি উত্তর দক্ষিণের মহা মিলনের মহা প্রতিক। তিনি দক্ষিণ প্রান্তের ইউনিয়ন থেকে উন্নয়নের যাত্রা শুরু করেন বলেই আপনারা এই খেতাব দিয়েছেন । আমি আপনাদের ভোটে প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে দক্ষিণের ইউনিয়ন থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন শুরু করি। উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকায় ভোট দিন। কথা গুলো ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বলেন।
মঙ্গলবার বিকালে উস্থি ইউনিয়নের আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এতিমের টাকা আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে । তারেক রহমান তথ্য প্রযুক্তির ব্যবহার করে বিদেশ থেকে নির্দেশনা দিয়ে আগুন সন্ত্রাস, হত্যার ঘটনা ঘটাচ্ছে। অসুস্থ মাকে দেখতে দেশে আসার সাহস নেই। বিদেশে থেকে নেতৃত্ব দেওয়া হয় না। দেশে আসতে হবে নেতৃত্ব দিতে হলে।
বাবেল বলেন, পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আপনাদের সেবক হিসেবে মনোনীত করেছেন।নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিন।
এসময় উস্থি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিউল বাশার মনির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, নাজমুল হক ঢালী, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন,তাইজুদ্দীন মৃধা,তারিকুল ইসলাম রিয়েল, মাহবুবুল আলম মাহবুব, সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমূখ।