ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের এক মাস পর ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৭, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ । ১০৪ জন
link Copied

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের এক মাস পর পুকুর থেকে ভ্যান চালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ৷

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত মরদেহটি পাশ্ববর্তী ফরিদপুর জেলার নগরকান্দা থানার শাহআলমের ছেলে আকাশ-এর (১৭)।

পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুরে স্থানীয়রা পুকুরের কচুরিপনা পরিষ্কার করার সময় একটি বস্তা বেরিয়ে আসে৷ বস্তা থেকে পঁচা গন্ধ বের হলে তারা থানায় খবর দেয়। পরে মুকসুদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুয়ারীডাঙ্গার একটি পুকুর থেকে বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে খুনের আসল রহস্য যানাযাবে৷ তদন্ত পূর্বক এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে৷

এমএইচএম/এসআর