গত ২৯ জানুয়ারী যশোর জেলার শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত "এশিয়ান টিভি"র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণে শুভ উদ্বোধণ ঘোষণা কল্পে উপজেলার নির্বাহী কর্মকর্তা-নয়ন কুমার রাজবংশী কে প্রধান অতিথি হিসেবে দাওয়াত প্রদান করা হয়।
উদ্বোধণ অনুষ্ঠানে উপস্থিত "এশিয়ান টিভি"র যশোর জেলা প্রতিনিধি সহ শার্শা উপজেলায় কর্মরত অন্যান্য টিভি, প্রিন্ট পত্রিকা এবং অনলাইন পত্রিকার আমন্ত্রিত প্রতিনিধিগণ দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করেও ঐ নির্বাহী কর্মকর্তা অনুষ্ঠানে না যাওয়ার অনিহা এবং অপারগতা প্রকাশ করে সাংবাদিকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে,যা একজন উচ্চপদস্থ কর্মকর্তার পক্ষে কখনই কাম্য নয়। এহনো শিষ্টাচার বহির্ভুত কর্মকান্ডে ক্ষুদ্ধ হয়ে পড়েন অনুষ্ঠানে যুক্ত হওয়া সাংবাদিকবৃন্দ। সেদিন ঐ নির্বাহী কর্মকর্তার প্রতি ক্ষোভ জানিয়ে উপস্থিত সাংবাদিকবৃন্দ ঐ সময় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে "মানব বন্ধণ" এবং প্রতিবাদের ভাষা হিসেবে শার্শা উপজেলার সকল প্রকার সংবাদ বর্জনের ঘোষণা দেওয়া হয়।
আন্দোলণকে বেগবাণ করতে এবং ইউএনও নয়ন কুমার রাজবংশী'র প্রত্যাহারে বুধবার(৭ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় বেনাপোল বাজার এলাকায় "রহমান চেম্বার"এ ৬ষ্ঠতলায় অবস্থিত হোটেল "সানরুফ" এ এক জরুরী সভার আয়োজন করে "শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ"। জরুরী ঐ সভায় আগামী ০৩ মাসের জন্য আন্দোলণ কার্যক্রম পরিচালনার জন্য ৭২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি'র নাম ঘোষণা করা হয়েছে।
কমিটি'র তালিকা নিন্মে দেওয়া হলো- আহবায়কঃ- মোঃ ইয়ানুর রহমান। যুগ্ম আহবায়কঃ- মোঃ আইয়ুব হোসেন পক্ষী। সদস্য সচিবঃ-মোঃ আজিজুল হক।
উপদেষ্টাঃ-১। মোঃ জামাল হোসেন, ২। মোঃ বকুল মাহবুব, ৩। আব্দুল মুন্নাফ, ৪। মোঃ এনামুল হক, ৫। আবুল হোসেন, ৬। মোঃ সাজেদুর রহমান, ৭। শেখ কাজিম উদ্দিন, ৮। আব্দুর রহিম। ৯। আবুল হোসেন।
সদস্যঃ-
১। মোঃ সাহিদুল ইসলাম শাহীন। ২। মোঃ সেলিম রেজা। ৩। মোঃ আমিনুর রহমান। ৪। আবুল বাশার। ৫। জিএম আশরাফ। ৬। মোঃ আরিফুজ্জামান আরিফ। ৭। মোঃ আশানুর রহমান আশা। ৮। মোঃ আনিছুর রহমান। ৯। শেখ নাসির উদ্দিন। ১০। ইসমাইল হোসেন ১১। মোঃ আজিজুল ইসলাম ১২। মো. মনির হোসেন। ১৩। মো. রাসেল ইসলাম ১৪। মোঃ জাহিদ হাসান। ১৫। ওসমান গনি। ১৬। বাচ্চু হাওলাদার। ১৭। মোঃ সেলিম আহম্মেদ। ১৮। মোঃ শাহনেওয়াজ স্বপণ। ১৯। মোঃ সুমন হুসাইন। ২০। মাসুদ শেখ। ২১। ইকরামুল হোসেন। ২২। সাইবুর রহমান সুমন। ২৩। কামাল উদ্দিন বিশ্বাস। ২৪। রাসেদুজ্জামান রাসেল। ২৫। শাহাবুদ্দিন আহম্মেদ। ২৬। মোঃ মারুফ হোসেন। ২৭। শরিফুল ইসলাম। ২৮। কুরবান আলী। ২৯। আতাহার রহমান। ৩০। মোঃ আসাদুজ্জামান রিপণ। ৩১। তামিম হোসেন সবুজ। ৩২। আরিফুল ইসলাম সেন্টু। ৩৩। মো. সাইদুল ইসলাম। ৩৪। লোকমান হোসেন রাসেল। ৩৫। মোঃ জাকির হোসেন। ৩৬। মোঃ মিলন কবির। ৩৭। জিসান আহম্মেদ রাব্বি। ৩৮। জসিম উদ্দিন। ৩৯। এস.এম আব্দুল্লাহ। ৪০। মোঃ সংগ্রাম। ৪১। মোঃ সাগর হোসেন। ৪২। মোঃ মেহেদী হাসান। ৪৩। আব্দুল্লাহ আল মামুন। ৪৪। মো. সোহাগ হোসেন। ৪৫। নাজিম উদ্দিন জনি। ৪৬। কাজু তুহিন। ৪৭। শাওন হোসেন। ৪৮। মোঃ রবিউল ইসলাম। ৪৯। মোশারেফ হোসেন মনা। ৫০। সেলিম রেজা তাজ। ৫১। শাহারিয়ার হুসাইন। ৫২। আতিকুজ্জামান রিমু। ৫৩। শেখ মঈনুদ্দিন। ৫৪। আমিনুর রহমান তুহিন। ৫৫। নোমান খসরু সংগ্রাম। ৫৬। মো. শাওন হোসেন। ৫৭। ফজলুর রহমান। ৫৮। ইকবাল হোসেন। ৫৯। রায়হান সিদ্দিকী। ৬০। এস কে কামাল।
উল্লেখ্য, আগামী সোমবার(১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় শার্শা উপজেলা পরিষদ কার্যালয় সম্মুখে কমিটি'র পক্ষ থেকে "মানব বন্ধন" কর্মসুচি পালণ করা হবে বলে সাংবাদিক সংগঠনটির আহবায়ক- মোঃ ইয়ানুর রহমান সভায় ঘোষণা প্রদান করেন।