টাঙ্গাইলের সখিপুর উপজেলা মাঠে সখিপুর স্পোর্টস ফাউন্ডেশন আয়োজনে ফাইনাল ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি)সখিপুরের বহুরিয়া ইউনিয়নের দুটি দল বিকেল আনুমানিক ৩ টার দিকে পূর্ব চতলবাইদ সমাজ কল্যাণ ছাত্র সংঘ ভলিবল একাদশ বনাম কালমেঘা ভলিবল একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল-সখিপুর১৩৭) টাঙ্গাইল -৮ সাংসদ অনুপম শাজাহান জয় (এমপি), উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ শাহিনুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস, চেয়ারম্যান পদপ্রার্থীগণ বহুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরকার নুরে আলম মুক্তাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এ খেলা চলাকালীন সময় স্পোর্টস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লিটন মিয়ার সঞ্চালনায় উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে সখিপুর স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি টাইগার নজরুল ইসলাম সখিপুরে ঐতিহ্যবাহী খেলায় দর্শক মাঠমূখী করা ও উক্ত ফাউন্ডেশনের সমৃদ্ধি কামনায় সকলের সহযোগিতা চান।
এসময় আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মো.করিম শিকদার, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান ইমন, সাজ্জাদ শাফি প্রমূখ।
এ টুর্নামেন্ট শেষে সখিপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর উপস্থিত থেকে উভয় দলের খেলার ভূয়সী প্রশংসা করে রানার্সআপ ও বিজয়ী দল বহুরিয়া ইউনিয়নের পূর্ব চতলবাইদ সমাজ কল্যাণ ছাত্র সংঘের মাঝে পুরস্কার বিতরণ করেন।