ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ

বাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ । ১১৫ জন
link Copied

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। বুধবার সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথ গ্রহণ করেন।

শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।

সংশ্লিষ্টরা জানান, শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। তারা বেলা ১২টার দিকে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় অংশ নেবেন।

০৭ জানুয়ারি (রোববার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নির্বাচন কমিশন নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে।

-এমএ