ঢাকাTuesday , 8 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ১৯ আসনে ইউপি চেয়ারম্যান থেকে এমপি হলেন সাইফুল

এস এম মনিরুল ইসলাম
জানুয়ারি ৮, ২০২৪ ৪:৩৭ অপরাহ্ণ । ১৫৫ জন
link Copied

দুর্যোগ প্রতিমন্ত্রীর আসনে সাবেক সংসদ সদস্যকে হারিয়ে ইউপি চেয়ারম্যান থেকে এমপি হলেন মুহাম্মদ সাইফুল ইসলাম।

ঢাকা-১৯ আসনে সবাইকে অবাক করে ট্রাক প্রতীক নিয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম। মোট ৮৪ হাজার ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগের পর সাভার উপজেলা চত্বরে ফল প্রকাশ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ।

মুহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জাতীয় দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।