শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে শেরপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী।
তিনি লিখিত বক্তব্যে বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষে আমার প্রতিপক্ষদের সহায়তায় ব্রক্ষপুত্র ব্রীজের পাশে বালু উত্তোলন ও মাটিভরাট নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে। আমি এর তীব্র্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
ওই সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।