ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

৯৯৯ নম্বরে ফোন: ডুবন্ত লাইটার জাহাজ থেকে ১১ নাবিক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ । ১৩৫ জন
link Copied

চট্টগ্রাম থেকে ঢাকাগামী পাথরবাহী এমভি টিটু ৫৮ নামে একটি লাইটার জাহাজ তলা ফেটে ইঞ্জিনরুমে পানি ঢুকে ভাসানচর থেকে সাত নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবতে শুরু করেছে। এমন তথ্য জানিয়ে ইব্রাহীম শেখ নামে জাহাজের একজন নাবিক ৯৯৯ নম্বরে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ফোন করেন ১৩ জানুয়ারি রাতে।

এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল সালাউদ্দিন কোষ্ট গার্ড নিয়ন্ত্রণ কক্ষ ও কোষ্ট গার্ড ইস্ট জোনে বিষয়টি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এএসআই কৃষ্ণ কমল দাশ কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড পূর্ব জনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ডুবন্ত জাহাজ থেকে ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে জাহাজটি সাগরে ডুবে যায়।

কোষ্টগার্ড উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া চীফ পেটি অফিসার মোহাম্মদ আলী ৯৯৯কে এ বিষয়ে নিশ্চিত করেন।