ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

মানুষ এখন পুলিশকে বন্ধু হিসেবে দেখে: প্রধানমন্ত্রী

বাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ । ৯২ জন
link Copied

আওয়ামী লীগ সরকারে এসেই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। মানুষ এখন পুলিশকে বন্ধু হিসেবে দেখে। তাই সাধারণ মানুষকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করেতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে নিজ কার্যালয়ে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

অনুষ্ঠানে দেয়া বক্তব্যে নিকট অতীতে হওয়া বিভিন্ন সহিংসতায় হওয়া মামলাগুলো তদন্ত দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রয়োজনীয়তা তুলে ধরেন এসব বিচার দ্রুত শেষ করার।

পুলিশকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানে পুলিশের বদলে যাওয়া ভাবমূর্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকারই দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা দিয়েছে বলেও জানান সরকার প্রধান। এছাড়া ফিলিস্তিন পরিস্থিতিরও আবারো নিন্দা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে যেন কেউ পুলিশের ওপর আক্রমণ না করতে পারে এবং রাজনীতির নামে আইন নিজের হাতে তুলে মানুষের জান মালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে পুলিশকে অবিচল থাকতে হবে।

সরকার প্রধান জানান, প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে সঙ্গে অপরাধের ধরন পাল্টাচ্ছে, সেগুলো যথাযথভাবে মোকাবেলা করতে পুলিশ বাহিনী যেন প্রস্তুত থাকে সেজন্য সরকার যত্নবান।

এসআর