আজ বৃহস্পতিবার ৭ জিলহজ্জ, বাদ এশা পবিত্র নগরী মক্কা থেকে মিনার পথে রওয়ানা হবে হাজী সাহেবগণ। আগামীকাল ৮ জিলহজ্ব সারাদিন মিনায় অবস্থান করে ৯ জিলহজ্ব ফজরের নামাজের পর থেকে আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওয়ানা হবেন এবং ৯ জিলহজ্ব সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করে সূর্যাস্তের পর পরই মুজদালিফায় গমন করে রাত্রি যাপন করবেন এবং সেখান থেকে ৩ শয়তানকে পাথর নিক্ষেপের জন্য ৪৯টি করে পাথর সংগ্রহ করবেন।
সউদি আবহাওয়া অফিস জানান, পবিত্র হজ্ব চলাকালীন আরাফাত, মুজদালিফা ও মিনায় তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সেইজন্য আল্লাহর ঘরের মেহমানদের ছাতি ও দৈনিক ২ লিটার পর্যন্ত পানি পান করতে বলেছে। আরাফাত ময়দানে ও মিনায় পর্যাপ্ত তাবুসহ বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে রাজনীয় সউদি সরকার। বাংলাদেশের ৮৭ হাজার হজ্বযাত্রীসহ এই বছর ২০ লক্ষের মত হাজী হজ্ব পালন করবেন।