বহুল আলোচিত নরসিংদী জেলার শিবপুর এলাকায় সাইফুল ইসলামকে (৫০) গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অন্যতম প্রধান আসামী জুনায়েদকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সোমবার দুপুর ১২ টায় র্যাব-৩ এর কার্যালয়ে অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
উল্লেখ, নরসিংদী জেলার শিবপুর থানা এলাকায় গত ২০২৩ সালের ২৯ শে সেপ্টেম্বর রাতে গরু ব্যবসায়ী সাইফুল ইসলামকে (৫০) গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পরদিন সাইফুল ইসলামের স্ত্রী বাদী হয়ে তাজুল ইসলাম ও অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও আসামি তাজুল ইসলাম নরসিংদী জেলার শিবপুর এলাকার বাসিন্দা। ব্যবসায়িক সম্পর্কের ভিত্তিতে সাইফুল ইসলাম তাজুল ইসলামকে তিন লক্ষ ৪০ হাজার টাকা ধার দেয়।
পরবর্তীতে টাকা পরিশোধ না করে লোক ভাড়া করে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে এবং হত্যা করে।
আলোচিত এ ঘটনার প্রধান আসামিগুলোর মধ্যে তাজুল এবং সোলাইমান ও জুনায়েদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। মামলার আরেক আসামি পলাতক শাকিলকে গ্রেফতারের জন্য র্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এসআর