টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্কেল অফিসার ফারহানা আফরোজ জেমি নভেম্বর – ডিসেম্বর/২০২৩ মাসের অপরাধ নিয়ন্ত্রণ, সরেজমিনে গিয়ে মামলার তদন্ত ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য ১ম স্থান অধিকারী হিসেবে পুরস্কার লাভ করেছেন।
তার হাতে এ পুরস্কার তুলে দেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। নতুন বছরের শুভ সূচনা কালে তার অর্জনের জন্য মধুপুর সার্কেলাধীন মধুপুর, ধনবাড়ি থানার অফিসার ইনচার্জদ্বয় এবং ফাঁড়ির সকল অফিসার ফোর্সদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তার এই অর্জন কাজের গতিকে আরও বেগবান করবে এমনটাই প্রত্যাশা মধুপুর ও ধনবাড়ি উপজেলাবাসীর।