ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার খিলগাঁও থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ । ১৯৫ জন
link Copied

১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢাল থেকে তাদের গ্রেফতার করে থানার চৌকস একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন- মনির হোসেন মনু (৪৭), শাহাদাত হোসেন সোহেল (৩০), মোঃ আজাদ (৩২) ও দ্বীন মোহাম্মদ(৬৮)।

পুলিশ জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(এসি)আবদুল্লাহ-আল-মামুনের সার্বিক দিক নির্দেশনায় ও খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন মিয়া ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গেলাম মোস্তফার তত্বাবধানে এস আই সমরেশ কুমার দাস, এস আই আরসেল তালুকদার, এস আই মোজাম্মেল হোসেন, এ এস আই নিজাম উদ্দীনের সমন্বয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার কর হয়।

ডিএমপির খিলগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার ভোরে খিলগাঁও ফ্লাইওভার ঢাল থেকে ১০ হাজার ৪০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। তাদের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাদিক মাদক মামলা রয়েছে ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা মাদক বিক্রি ও সেবন করতো। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এসআর