ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে আইআরএফ’র শোক

রায়হান রেজা
মার্চ ১১, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ । ১৫১ জন
link Copied

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল রিলেশনস রিপোর্টার্স ফোরাম’ (আইআরএফ)।

সোমবার ইহসানুল করিম এর মৃত্যুতে আইআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি হাসান মাহামুদ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সুজন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আইআরএফ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, রোববার রাত আটটার পর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।