ঢাকাSunday , 6 October 2024
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

মোহাম্মদ শরীফুল ইসলাম
মার্চ ২৬, ২০২৪ ৫:০৬ অপরাহ্ণ । ৭৫ জন
link Copied

টাঙ্গাইলের সখিপুর উপজেলায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে কালিয়ান উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ওই বিদ্যালয়ের অন্তত চার শতাধিক শিক্ষার্থী রবিবার(২৫ মার্চ) বেলা সাড়ে এগারোটার সময় স্কুল ক্যাম্পাসে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান রুবেলের সমর্থক মনির হোসেন প্রকাশ্যে স্কুলের সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, আ.হালিম, আকলিমা আক্তার তিনজন (শিক্ষক প্রতিনিধি) কে মারধরের হুমকি দেন।

সভাপতি নির্বাচনের একদিন পর গত বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা(২৮) স্কুল শিক্ষক রফিককে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে স্কুল শিক্ষার্থীদের সামনে মারধর ও অকথ্য ভাষায় গালি-গালাজ করেন।

মূহুর্তের মধ্যে ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা হামলাকারীর বিচার দাবিতে ক্লাস বর্জন করেন। পরবর্তীতে রবিবার (২৫ মার্চ) বেলা ১১.৩০ টার সময় ঘন্টাব্যাপী স্কুল ক্যাম্পাসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে সখিপুর শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী হামলাকারী সোহেলের উপযুক্ত বিচার দাবি করেন।

এ ঘটনায় জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ট্রেনিং এ আছি। স্কুলে গিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে সখিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন পরবর্তী ঘটনা খুবই দুঃখজনক।