ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউট অব বাংলাদেশ-আইইবি ঢাকা কেন্দ্রের উদ্যোগে গত শনিবার প্রকৌশলী পরিবারের কৃতি সন্তানদের সম্বর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অথিতি ছিলেন আইইবির প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এমপি।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ. আ. ম.স. আরেফিন সিদ্দিক।
ঢাকা কেন্দ্রের সম্মানীত সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তা ছিলেন আইইবির সম্পাদক প্রকৌশলী এসএম মঞ্জুরুল হক মঞ্জু।
বিশেষ অথিতি ছিলেন প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, প্রকৌশলী খায়রুল বাশার, প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী হাবিব আহমেদ হালিম মুরাদ।
এতে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে ২০২৩ সালে এসএসসি, এইচএসসি, এ লেভেল ও লেভেল সম্পন্ন করা ১২৬ জন ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়।