ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ । ১৬৮ জন
link Copied

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই বাসের চাপায় রাকিবুল হাসান নাসির (৫০) নামে এক হেলপার নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রাকিবুল হাসান নাসির বনফুল পরিবহনে চালকের সহকারী ছিলেন। তার দেশের বাড়ি বরিশাল। বর্তমানে নাসির সানারপাড়ের বাঘাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মী সুমন খান জানান, নাসির বনফুল পরিবহনে কাজ করত। আজ সন্ধ্যার কিছুক্ষণ আগে যাত্রাবাড়ীর নড়াইল কাউন্টারের সামনে সেতু ডিলাক্স পরিবহন ও বনফুল নামে দুটি যাত্রীবাহী বাসের মাঝে চাপায় গুরুতর আহত হন নাসির। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এসআর