রাজধানীর পল্টন বিজয়নগর মাহতাব সেন্টারের ১৬ তলায় মজুমদার এন্ড এসোসিয়েটের নতুন অফিস দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মজুমদার এন্ড অ্যাসোসিয়েটের এডভাইজার অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মজুমদারের আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবুল কালাম মজুমদার, ফেনী ক্লাব ঢাকা লিমিটেড এর সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর, লেবার কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বিপ্লব, সামাজিক সংগঠন স্বপ্নীলের চেয়ারম্যান মন্জুরুল আলম টিপু,শাহাবুদ্দিন টিপু, ঢাকা বারের লাইব্রেরী সম্পাদক রেজাউল হক রিপন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন বাদল, ফেনী বন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক ইসমাইল নাসির, মানবাধিকার নেতা ও সমাজকর্মী মিকাইল এর কর্ণধার মনিরুল ইসলাম মনির, ফেনী ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম মিলন, বিশিষ্ট ব্যবসায়ী কফিল উদ্দিন,জিল্লুর রহমান, জসীমউদ্দীনসহ প্রায় দুই শতাধিক আমন্ত্রিত অতিথি উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অংশগ্রহণ করেন।
অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন মজুমদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে মজুমদার এসোসিয়েট, অ্যাডভোকেট মহসিন মজুমদারের সফলতা কামনা ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা মোনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মাওলানা শফিকুল ইসলাম শাহ আল কাদেরী।