কুড়িগ্রামের ফুলবাড়িতে পকেটে মোবাইল ফোন ও অসদুপায় অবলম্বন করার দায় এ চার এসএসসি পরিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) ফুলবাড়ি উপজেলার একাধিক কেন্দ্রে এ ঘটনা ঘটে। এর মধ্যে একজন বহিস্কৃত পরিক্ষার্থী ফুলবাড়ি জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার নাম মো. আশিফুর রহমান আকাশ। অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।
কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক মো.রাহিবুল ইসলাম জানান,’এ কেন্দ্রের ২নং কক্ষে বহিস্কৃত শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছিলো। রোববার গনিত ২য় পত্রের পরিক্ষায় স্মার্ট ফোন ব্যবহার করে পরিক্ষা দেয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে হাতে-নাতে ধরা পড়ায় বহিস্কার করা হয় তাকে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান,আজকের এসএসসি পরিক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে ও নকল সরবরাহ করায় মোট চার শিক্ষার্থীকে তাৎক্ষনিক বহিস্কার করা হয়েছে। পরিক্ষায় কেউ যেন অসদুপায় অবলম্বন করে সুযোগ নিতে না পারে আমরা এ বিষয়ে সর্তক আছি।