কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি/২৪ইং মাসের কার্যক্রম বিবেচনায় টেকনাফ থানা ও ওসি ওসমান গণিসহ ৫ ক্ষেত্রে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। কল্যাণসভায় উপস্থিত ছিলেন পু্লিশ সুপার, মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এডমিন, সার্কেল এএসপি, কক্সবাজার জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ সহ অন্যান্য কর্মকর্তাগন।
সভায় প্রতিটি ক্ষেত্রে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে টেকনাফ থানা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসমান গণিকে মনোনীত করে সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এছাড়া অভিন্ন মান দন্ডের আলোকে শ্রেষ্ঠ এএসআই আব্দুল জলিল, ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন, এস আই মোজহারুল ইসলাম। এ সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মাহফুজুল ইসলাম।