ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে এসএসসি পরিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণসহ বিশুদ্ধ পানি বিতরণ

রফিকুল হক রফিক
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৬:৪০ অপরাহ্ণ । ১৭৭ জন
link Copied

কুড়িগ্রামে এসএসসি ও সমমানের পরিক্ষা শুরুর আগে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ বোতলজাত খাবার পানি ও শিক্ষা উপকরণ হিসেবে কলম তুলে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারী কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন নয়ন , কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো. রাব্বি ও সাধারণ সম্পাদক মো. গাদ্দাফি,বিদ্যুত লুব্ধকসহ অন্যান্য নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়েও শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন তারা।

এ বছর পরীক্ষায় অংশ নেওয়া প্রায় এক হাজার পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি ও কলম উপহার হিসেবে তুলে দেওয়ার কথা জানান জেলা ছাত্রলীগের নেতারা।

কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পরিক্ষার্থী রুবেল,শশি,ফয়সালসহ অনেকে জানান, পরীক্ষার আগ মুহুর্তে ছাত্রলীগের উপহার পেয়ে খুশি তারা। এমন আয়োজনের জন্য তারা জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ বলেন, আমরা জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল এসএসসি পরিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে শিক্ষা উপকরণ দিয়েছি। আজ সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময়ও পরীক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। জেলা ছাত্রলীগের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, এসএসসি পরীক্ষার্থীদের বাসায় শিক্ষা উপকরণ উপহার পৌছে দেওয়া ও কেন্দ্রের সামনে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেওয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি জেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

উল্লেখ যে, এবছর এসএসসি সমমান পরিক্ষায় জেলায় ৪৬ টি পরিক্ষা কেন্দ্রে ২৪ হাজার ১৮ জন পরিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।