কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। রাজারহাট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী জানা যায়, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০-১২ ডিগ্রীতে উঠা-নামা করছে। এতে হাজার হাজার শীতার্ত মানুষ শীত কষ্ট সহ নানান শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতিবারের ন্যায় এবারও কুড়িগ্রামের শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন ঢাকা।
মঙ্গলবার কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে জেলা সদরের বিভিন্ন দরিদ্র এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, শাহানুর রহমান, ইমতে আহসান শিলু, জুলকারনাইন স্বপন, সাতকুড়ি রায় নীলু, পার্থ প্রতীম চক্রবর্তী বাবন, বিপ্লব তরফদার, সাংবাদিক শ্যামল ভৌমিক, আতাউর রহমান বিপ্লব, ওয়াহেদুজ্জামান তুহিন, ফিরোজ আলম মনু প্রমূখ।
এসময় শহরতলীর দুইশতাধিক দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা জানান, ট্রাই ফাউন্ডেশনের মতো অন্যান্য সংগঠন এগিয়ে এলে এখানকার দরিদ্র মানুষের শীত কষ্ট অনেকাংশেই লাঘব হবে।
এসআর