নান্দাইল উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহানকে ফুলেল ফুলের তোড়া ও মালা দিয়ে বরণসহ শুভেচ্ছা জানিয়েছেন, নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি।
বুধবার সকাল সাড়ে ১১ টায়, ফুলেল শুভেচ্ছা বিনিময়ে সকল দলিল লেখক গণ অংশ গ্রহণ করেন।
এ সময় নান্দাইল দলিল লেখক সমিতির সভাপতি: মোজাম্মেল হোসেন খান, সাধারণ সম্পাদক: হাজী মোঃ এনামুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক: তৌহিদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, নির্বাচন কমিশনার প্রধান আজহারুল ইসলাম খান, যুগ্ম নির্বাচন কমিশনার মোঃ খাদেমুল ইসলাম, মাহতাব উদ্দিন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক বিজন দেবনাথ, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সহ-সভাপতি আবুল হাসেম, মোঃ কামরুজ্জামান, সাবেক প্রচার সম্পাদক হারুনুর রশিদ, দলিল লেখক আব্দুর রহিম, এনামুল হক ফকির প্রমুখ সহ সকল দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।