নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক অগ্নিশিখা পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামছুল ইসলাম ভূঁইয়া (৫৫) মারা গেছে।
সোমবার রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
শামছুল ইসলাম ভূঁইয়া নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের হাওলাপাড়া গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুর আড়াইটায় হাওলাপাড়া ঈদগাহ্ মাঠে জানাযা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
শামছুল ইসলাম ভূঁইয়ার মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের মৃত্যুতে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব ও সাংবাদিক সমাজ শোক ও দু:খ প্রকাশ করেন।