পিরোজপুরে জাতীয়তাবাদ ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে গুম, খুন, গণগ্রেফতার, পুলিশ হেফাজতে নির্যাতনের প্রতিবাদে পিরোজপুর সদর উপজেলা ছাত্রদলের নেতারর্মীরা এই আয়োজন করে। র্যালীটি পোস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে ডিসির বাংলো পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম ফেরদৌস, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আলিফ হোসেন নাসির, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ সাহিত্য বিষয়ে সম্পাদক সবুজ।
র্যালীটি শেষ করে সেখানে স্বাগতীক বক্তব্যে সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম ফেরদৌস বলেন, পিরোজপুর জেলা বিএনপির নেতা সাইদুল ইসলাম কিসমত ভাইয়ের নির্দেশে পিরোজপুর জেলা ছাত্রদল যেকোনো আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করবে।