চট্টগ্রামের প্রতিটি স্বচ্ছল মানুষকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকার আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী।
রবিবার (১৭ ই মার্চ) স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাব্বিরুল আলম এর উদ্যোগে, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সাবেক সদস্য আরশেদুল আলম বাচ্চুর সার্বিক সহযোগিতায় রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, মাহে রমযান পবিত্র একটি মাস। এই পবিত্র মাসে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
প্রায় ৫০০ মানুষের জন্য এ আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, পাঁলাইশ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ উল্লাহ চৌধুরী বাবু, চাঁন্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন নবী শাহেদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রবিউল ইসলাম খুকু, নুরদ্দীন সানি, মোঃ ইউসুফ, মোঃ মোক্তার,মোঃ মিন্টু, মোঃ রাকিব, মোঃ আলামিন প্রমুখ।