রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজলা অংশে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার সন্ধ্যা পৌনে ৮টার দিকে হানিফ ফ্লাইওভারের নিচে কাজলায় মৌমিতা পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, কাজলায় যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৮টার দিকে আগুন নেভানো হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসআর