ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২৩ ৪:৪৯ অপরাহ্ণ । ১৮৩ জন
link Copied

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর আড়াইটার দিকে পুলিশ হেডকোয়ার্টারের পেছনে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরে গুলিস্তানের ফুলবাড়িয়ায় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট। পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে বিকেল তিনটা আট মিনিটে তারা আগুন নির্বাপণ করে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, রোববার দুপুর ২টা ৫১ মিনিটে বিআরটিসি বাস ডিপোর পাশে দাঁড়িয়ে থাকা ভিক্টর ক্লাসিক পরিবহনে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এসআর