ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

যে তিন দেশ থেকে ইসির অ্যাপে হামলা

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৭, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ । ৮০ জন
link Copied

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, ইউক্রেন, জার্মানি ও আরেক দেশ থেকে ইসির ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে। তবে অ্যাপ হ্যাকড হয়নি।

রোববার (৭ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান।

মো. জাহাংগীর আলম বলেন, এটাকে (অ্যাপ) আক্রমণ করে স্লো করে দেয়া হয়েছে। হ্যাক হয়েছে বলা যাবে না, স্লো করে দেয়া হয়েছে। আমাদের অ্যাপ চলছে। এখন যে চলছে না তা নয়, কিন্তু স্লো।’

তিনি বলেন, নির্বাচন কমিশন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। যেখানে ভোটের তথ্য লাইভ আপডেট জানানো হবে। তবে রোববার সকাল থেকেই ইসির এই অ্যাপ্লিকেশন ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ তোলেন ভোটাররা।

‘অ্যাপ তৈরিতে ২১ কোটি টাকা ব্যয় করা হয়েছে কি না?- এমন প্রশ্নে নির্বাচন কমিশনের মুখপাত্র বলেন, ২১ কোটি টাকা ব্যয়ে অ্যাপ তৈরির খবরটি সঠিক নয়। ছয় বছর মেয়াদের একটি প্রকল্পের ব্যয় হলো ২১ কোটি টাকা। সেই প্রকল্পের একটি পার্ট হলো এই অ্যাপ। প্রকল্পের প্রথম বছর চলছে। এখন পর্যন্ত আমরা ব্যয় করেছি আট কোটি টাকার মতো।

এসআর