ময়মনসিংহে জাল ডলার সহ দুই প্রতারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার নারায়ণপুর এলাকার মৃত. মীর হোসেনের পুত্র ইদ্রিস আলী (৫০) এবং মৃত. আঃ সোবহান এর পুত্র মোজাম্মেল হক (৪৫)।
জানা গেছে, শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৮টায় ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া মোড়ে একটি খাবারের হোটেল থেকে তাদের দুই জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮৫ টি কথিত জাল ডলার উদ্ধার করা হয়। কথিত জাল ডলারের প্রতিটির গায়ে THE UNITED STATES OF AMERICA এবং নিচে ONE HUNDRED DOLLARS লেখা রয়েছে। গ্রেপ্তারকৃতরা আসামিরা দীর্ঘদিন যাবত জাল ডলার কারবারীর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তার অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা আসামি ইদ্রিস আলীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। উদ্ধারকৃত ৮৫টি জাল ডলারের বিষয়ে আসামিদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।