নতুন বছরের শুরুতে নতুন পরিকল্পনার কথা জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। ২০২৪ হবে অপুর ব্যবসায়িক বছর। সে কথা অনুযায়ী, বুটিক ও বিউটি পার্লার এবং রেস্টুরেন্ট ব্যবসায় নাম লিখালেন এই চিত্রনায়িকা।
গত সোমবার রাজধানীর আফতাবনগরের সি ব্লকের ১৭ নম্বর বাড়িতে আনুষ্ঠানিকভাবে অপু বিশ্বাস চালু করলেন নিজের বুটিক, বিউটি পার্লার ও রেস্টুরেন্টটি। নাম দিয়েছেন ‘সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’।
অপুর নতুন ব্যবসায় সম্পর্কে শাকিব খানের কী মতামত জানতে চাইলে অপু বলেন, শাকিব সব সময়ই ভালোর পক্ষে থাকেন।
অপু বিশ্বাস জানান, আগামী ১২ জানুয়ারি বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তার সিগনেচার বাই এবি পার্লার অ্যান্ড বুটিক এবং এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
এদিকে, গত বছর মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’। নতুন বছরে ব্যবসা এবং সিনেমা দুটোতেই নিয়মিত সময় দিতে চান অপু।
এসআর