ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল দশটায় অত্র বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের অত্র একাডেমির সভাপতি আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে: প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং সিংরইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ খোকন মিয়া, সাধারণ সম্পাদক আবুল বাশার বাচ্চু, ৮ নং সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মালেক, মাহমুদুল হাসান রুনু , শিবলী চৌধুরী ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিল মিয়া, উক্ত অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, শাহজাহান, নাজমুল হুদা, আবুল কাশেম মাষ্টার ও লাভলি আক্তার ময়না । এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাইদুর রহমান, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান মানিক, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুসলে উদ্দিন খান, একাডেমির সকল ছাত্র ছাত্রীদের অভিবাবকগন সহ এলাকার সুসীল সমাজের লোকজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগন। পরে উপস্থিত সকলের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক সুলতান আহমেদ ও সহকারী প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রমূখ।৩