ময়মনসিংহে নান্দাইলে সরকারি জায়গায় জবর দখল করে কথিত প্রেসক্লাব ও দালাল অফিস গুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে উচ্ছেদের দাবীতে আমরন অনশন চলছে।
বৃহস্পতিবার (২০ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের কার্যালয়ের মূল ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে যাচ্ছে, নান্দাইল সচেতন নাগরিক কমিটির আহবায়ক এফ.এম.রিগ্যান আহমেদ ফাহাদ।
জানা যায়, নান্দাইল সরকারি জায়গায় জবর দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে (১৯ জুন) বুধবার দুপুরের পর থেকে এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত: সচেতন নান্দাইল বাসীর ব্যানারে (১৩ জুন) নান্দাইলে হলুদ অপেশাদার কথিত সাংবাদিকদের সাধারণ মানুষদের হয়রানি ও সরকারি দপ্তরে চাঁদাবাজি, থানায় দালালি এবং সরকারি জায়গা জবরদখল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং উপজেলা প্রশাসনের কাছে তিন দফা সম্বলিত লিখিত দাবি উত্তাপন করেন।
নান্দাইল সচেতন সোসাইটি নাগরিকের আহ্বায়ক এফ.এম.রিগ্যান আহমেদ ফাহাদ বলেছেন,আমরা বিক্ষোভ মিছিল করেছি, উপজেলা প্রশাসনের কাছে তিন দফা লিখিত আকারে দিয়েছি,বাধ্য হয়ে আহবায়ক হিসেবে আমি আমারণ অনশনে বসেছি, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
কলেজ ছাত্র কাউসার জানান,এই সমস্যা দীর্ঘদিনের,সাহস করে প্রতিবাদ হচ্ছে, আমরা তরুণ ছাত্র সমাজ,এই প্রতিবাদকে সমর্থন করি, সারা নান্দাইলের মানুষ এই প্রতিবাদে খুশি।
এই বিষয়ে ইউএনও অরুন কৃষ্ণ পাল জানান, নান্দাইল সচেতন নাগরিক কমিটির আহবায়ক এফ.এম.রিগ্যান আহমেদ ফাহাদ দাবি পূরণে আমরণ অনশনে বসেন।
তাদের আহ্বায়ক এর কাছ থেকে অভিযোগ পেয়েছি, সরকারি জায়গায় প্রেসক্লাব থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।