ঢাকাTuesday , 17 September 2024
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বাংলা ডেস্ক
নভেম্বর ২৩, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ । ১৩২ জন
link Copied

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে নাজমুল হোসেন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নাজমুল হোসেন ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্বজনদের বরাদ দিয়ে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শহিদুল ইসলাম বলেন, নাজমুল হোসেন মানসিক প্রতিবন্ধি ছিলেন। আজ সকালে বাড়ির লোকজনের অজান্তে লক্ষীপুর ঘাঘট নদীর তীরে একটি আমগাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কোন অভিযোগ না থাকায় নাজমুলের মরদেহ স্বজনদের দেওয়া হয়েছে।

টিএইচজে/এসআর