বিএনপি-জামায়াতের ডাকা দশম দফা অবরোধের প্রথম দিনে রাজধানীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিন বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস তিনটি নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে। অগ্নিসংযোগে জড়িত ও হতাহত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
এর আগে সকাল সাড়ে আটটার দিকে খিলগাঁওয়ের তালতলায় অগ্রণী ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এসআর