ঢাকাMonday , 14 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

শফিকুল ইসলাম
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৭:১৫ অপরাহ্ণ । ১৪৮ জন
link Copied

ময়মনসিংহের ত্রিশালে সাইনবোর্ড টানাতে গিয়ে তিনতলার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গো- হাটা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, ঘটনার সময় রাতে ঐ দুই শ্রমিক পৌর শহরের গো-হাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই জন। পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া আরো জনান , মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমমামলা হয়েছে এবং বাদীর আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করা হয়েছে ।