ঢাকাMonday , 14 October 2024
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে প্রাণ গেল ১২ জনের, ৯ জনই ঢাকার বাইরের

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ । ১৬৭ জন
link Copied

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনজন এবং ঢাকার বাইরে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন এক হাজার ৫৯৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯২৫ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৭০ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন লাখ সাত হাজার ১৯৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন লাখ এক হাজার ৬৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৮৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৭৫ জন।

এসআর