ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় ১০৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিক উল্লাহ’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল ও বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাখখারুল ইসলাম, নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান উপস্থিত ছিলেন।
সরকারি শিক্ষক মোহাম্মদ আহসান উল্লাহ’র সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে অত্র এলাকার ছাত্র অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও সার্বিক সমন্বয় করেন, বিদ্যালয়ের শিক্ষক একেএম মশিউর রহমান, উম্মে হাবিবা, গৌতম চন্দ্র সাহা, হাবিবুর রহমান, বিল্লাল হোসেন, হারুন অর রশিদ, মোঃ শহিদুল্লাহ, মাহাবুব আলম, খাইরুল হাসান রিজভী, মফিজুর রহমান, আসাদ উদ্দিন, সৈয়দ তাজাম্মুল হোসেন, এমদাদুল হক, গাউসুলুন নাহার, সুলতানা রাজিয়া, সাদিয়া আফরিন প্রমোখ সহ আরো অনেকেই।
পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ ভূইয়া, কলামিস্ট সাইদুর রহমান সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।