ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  • অন্যান্য

বিশেষ চিরুনি অভিযান শুরু, অপরাধ দমনে কঠোর অবস্থান: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৩, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ । ২২৫ জন
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

রাজধানীসহ সারাদেশে আজ থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালিত হবে। খুন, চাঁদাবাজি, নারী নির্যাতন, মাদকসহ নানা অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও বর্বরোচিত। সভ্য সমাজে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মামলার ১৯ আসামির মধ্যে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার তদন্তে কোনো ধরনের গাফিলতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অপরাধী যেই হোক, রাজনৈতিক পরিচয় দেখে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন সবার জন্য সমান।

তিনি আরও বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে চারজনকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। তাকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করা হয় এবং বিবস্ত্র করে শরীরের ওপর লাফিয়ে নিষ্ঠুরতা চালানো হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্যে নির্বাচনপূর্ব পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরুনি অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমআর