ঢাকাবুধবার , ১৫ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

দয়া করে নির্বাচনটা হতে দিন, দেশের অস্থিরতা কাটুক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৫, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ । ৭৬ জন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর নিয়ে মিছিল-মিটিং বন্ধ করুন। দয়া করে নির্বাচনটা হতে দিন। বাংলাদেশের মানুষ বাঁচুক, দেশের অস্থিরতা কাটুক। আপনাদের কাছে অনুরোধ, সঠিক সিদ্ধান্ত নিন। ভুল সিদ্ধান্ত নেবেন না। এখন কোনো ভুল সিদ্ধান্ত দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হবে। আমাদের সবারই এটা বোঝা উচিত।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গণভোট হতে হবে, বা পিআর হতে হবে, না হলে ভোট হবে না—এই ধরনের দাবি বাদ দিন। নির্বাচন নিয়ে দেশের মানুষ আর কোনো নাটক দেখতে চায় না। দেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সবচেয়ে বড় কথা হলো—পিআর কী, দেশের সাধারণ মানুষ তা বোঝে না। আগে নির্বাচন হোক, তারপর সংসদে গিয়ে যাদের যেটা বলার আছে, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে। অযথা জনগণকে বিভ্রান্ত করবেন না। বরং সময় নষ্ট না করে নির্বাচনের প্রস্তুতি নিন। সময় আর বেশি নেই।

বিএনপি মহাসচিব আরও বলেন, কিছু প্রতিষ্ঠান রাস্তায় নেমে দাবি আদায়ের চেষ্টা করছে—তাদের উদ্দেশ্য ভালো মনে হচ্ছে না। আপনারা আপাতত এই দাবিগুলো স্থগিত রাখুন। এখন কোনো দাবির সময় নয়, এখন গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার সময়। বিভাজন সৃষ্টি করবেন না।

প্রবীণ এই রাজনীতিক বলেন, আগামী ১৭ অক্টোবর ‘সংস্কার সনদ’-এ স্বাক্ষর হবে। কীসের সংস্কার? সংস্কার মানে কী? কঠিন শব্দ হলেও আমরা করছি, কারণ সংস্কার হলো ঘরের টিন বদলানোর মতো। যেমন ঘরের দরজা বা টিন কয়েক বছর পর পর বদলাতে হয়, তেমনি রাজনীতিতেও সংস্কার দরকার। আমাদের দেশের রাজনীতিবিদ ও ছাত্রসমাজ মনে করছে—দেশটাকে ঠিক করতে হলে রাজনৈতিক সংস্কার জরুরি।

তিনি আরও বলেন, আমরা প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ রাষ্ট্র। ভাগাভাগি করে দেশের ক্ষতি করবেন না। আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমি ১১ বার কারাগারে গেছি। শেখ হাসিনা আমাকে ভয় করতেন, তাই আমাকে জেলে পাঠাতেন। একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আমাদের বহু ছেলে শহীদ হয়েছে। তাই আসুন, আমরা সবাই একত্র হয়ে কাজ করি—দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার এখনই সময়।

সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতারা। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।