ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

৪০ মিনিটের ব্যবধানে রাজধানীতে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ । ২০৬ জন
link Copied

রাজধানীতে ৪০ মিনিটের ব্যবধানে তিনটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ বিআরটিসির ১টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর ১০ নম্ব‌র এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মিরপুর ফায়ার স্টেশনের ১টি ইউনিট অগ্নি নির্বাপন করে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, এদিন রাত ৮টা ৪৮ মিনিটে রাজধানীর মিরপুর ১ নম্বর বেরিবাদ এলাকায় এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুইটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

উল্লেখ্য, মঙ্গলবার ফায়ার সার্ভিস জানিয়েছে, দেশে গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১৭ দিনে ১৫৪টি অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে। এ তিনটিকে নিয়ে অগ্নিসংযোগের সংখ্যা দাড়াল ১৫৭টি ।

এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর দুটি, ৮ নভেম্বর ৯টি, ৯ নভেম্বর সাতটি, ১০ নভেম্বর দুটি, ১১ নভেম্বর সাতটি, ১২ নভেম্বর সাতটি এবং ১৩ নভেম্বর সাতটি, মঙ্গলবার এখন পর্যন্ত তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এসআর