ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

২৮ অক্টোবরের সহিংসতা: মামলা ৩৬, আসামী ১৫৪৪

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৩ ১০:৩৯ পূর্বাহ্ণ । ১৬৮ জন
link Copied

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে রাজধানীতে সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা হয়েছে। আর এসব মামলায় ১ হাজার ৫৪৪ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া আজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি আজ সোমবার (৩০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে।

ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে বলেও জানান তিনি।

এক দফা দাবিতে গত শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তা আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগেই পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ।

এনপি