ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বাংলা ডেস্ক
মে ১৬, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ । ৩৩ জন

চাঁদপুরের হাজীগঞ্জে মো. আরাফাত হোসেন নামের তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) বেলা ২টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার হোসেন উদ্দিন হাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু আরাফাত ওই বাড়ির মো. রাসেদ হোসেনের ছেলে।

জানা গেছে, প্রতিদিনের মতো শিশু আরিয়ান নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা শিশুটিকে বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন।

এসময় তাদের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, যেসব পরিবারে ছোট বাচ্চা রয়েছে এবং সাঁতার জানে না সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকতে হবে।

এমএইচইউ/এসআর