ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  • অন্যান্য

সাভারে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাফিদুল ইসলাম রাজু
মে ২৫, ২০২৫ ১০:১৭ অপরাহ্ণ । ৭৫ জন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মান নিয়ন্ত্রণে সাভারের দিলকুশা মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৫ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে চারটি কসমেটিকস বিক্রেতাকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ও নকল পণ্য না রাখার জন্য অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।

অভিযানে দেখা যায়, বেশ কিছু কসমেটিকস দোকানে মেয়াদোত্তীর্ণ, নকল ও ঠিকানাবিহীন পণ্য বিক্রি করা হচ্ছে। এসব ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের বিষয়ে ফাহমিনা আক্তার বলেন, “আমরা ঢাকা জেলা কার্যালয় এবং বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করেছি। দোকানগুলোতে নকল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য পাওয়া গেছে, যেগুলোর মোড়কে সঠিক ঠিকানা বা তথ্য উল্লেখ ছিল না। এসব অপরাধের জন্য জরিমানা করা হয়েছে এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।”

তিনি আরও বলেন, “অভিযানকালে সাধারণ ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

এসআর