ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সরকারকে জিম্মি করলে পরিণতি ভালো হবে না: হাসনাত আবদুল্লাহ

বাংলা ডেস্ক
মে ২৬, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ । ৫০ জন

চট্টগ্রামের হাটহাজারীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আপনাদের যদি সংস্কার কার্যক্রম নিয়ে কোনো পর্যালোচনা বা মন্তব্য থাকে, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধান করুন। কিন্তু সরকারকে যদি জিম্মি করেন, তাহলে তার পরিণতি ভালো হবে না। আপনাদের তো কোনো হিম্মত ছিল না ফ্যাসিবাদী সরকারকে প্রশ্নবিদ্ধ করার।”

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী পৌরসভার ডাকবাংলো চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি, সামনে অনেক পথ বাকি। আমরা এনসিপির পক্ষ থেকে এসেছি। এনসিপি একটি নতুন দল, আমরা মাত্র যাত্রা শুরু করেছি, কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড়। যে রাষ্ট্রব্যবস্থার কারণে হাজার হাজার নাগরিক আহত ও পঙ্গু হয়েছে, সেই ব্যবস্থায় আমরা আর ফিরে যেতে চাই না। আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে যেকোনো সাধারণ নাগরিক ন্যায্য বিচার পাবে, দলীয় বিবেচনায় বিচার ব্যাহত হবে না। আর অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবেন না।”

পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, চট্টগ্রাম মহানগর, জেলা ও অঞ্চল তত্ত্বাবধায়ক জোবায়েরুল হাসান আরিফসহ হাটহাজারী উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।