ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভোক্তা অধিকার

রাফিদুল ইসলাম রাজু
মে ২২, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ । ১১৫ জন

ভোক্তা অধিকারের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল খুলে অধিদপ্তরের অভিযান কার্যক্রম ভিন্নভাবে উপস্থাপন করায় সাধারণ ভোক্তাদের উদ্দেশ্যে বিশেষ সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেইজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক ভোক্তা অধিকার বা ভোক্তা অধিকার সংরক্ষণ ইত্যাদি নামে ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কার্যক্রমকে ভিন্নরুপে/ ভিন্ন ভাষায় উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। প্রকৃতপক্ষে এ সকল প্রতিষ্ঠানের সাথে অধিদপ্তরের কোনোরুপ সম্পৃক্ততা নেই।

আমরা আরো জানাচ্ছি যে, অধিদপ্তরের একমাত্র ফেসবুক পেইজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (www.facebook.com/dncrp) এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল Vokta Odhikar – DNCRP (https://www.youtube.com/@VoktaOdhikarDNCRP)।

এসআর