দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর জেলা শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলটি নিউমার্কেট গিয়ে শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল।
বক্তারা নির্বাচন ঘিরে তফসিল ঘোষণাকে স্বাগত জানান ও নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহবান জানান।
মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এনপি