ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে পানিতে ডুবে শিশু মৃত্যু

বাংলা ডেস্ক
মে ১৫, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ । ২৯ জন

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে ১ বছর ৩ মাস বয়সী রাফিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামের এই ঘটনা ঘটে। নিহত রাফিন শিবচর উপজেলা মাদবরেচর ইউনিয়ন সাড়ে এগার রশি গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এ সময় শিশু রাফিন বাড়ির উঠানে খেলা করছিল। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

এসএসআর/এসআর