ঢাকাবৃহস্পতিবার , ১৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লাগেজ পণ্য বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা

রাফিদুল ইসলাম রাজু
মে ১৫, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ । ১৩১ জন

অবৈধ প্রক্রিয়ায় লাগেজে করে বিদেশি পণ্য এনে বিক্রি, আমদানিকারকের তথ্য না থাকা, মোড়কজাত করণের অনুমতি না নিয়েই খোলা পণ্য মোড়কজাত করা, নিজে থেকে পণ্যের অতিরিক্ত দাম নির্ধারণ এবং ভালো পণ্যের সঙ্গে খারাপ পণ্য মিক্স করে বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসী ১০ হাজার টাকা এবং একটি সুপারশপকে ১০ হাজার টাকা, মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস এবং সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম।

এসআর