ঢাকাশুক্রবার , ১৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাংলা ডেস্ক
মে ১৬, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ । ৫৩ জন

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের ধারণা, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। মাসুদ মোল্লা গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মাসুদের কিছুটা মানসিক সমস্যা ছিল। পাশাপাশি পারিবারিক কলহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এসআই/এসআর